তুমিহীনা এই জীবন যেন পত্রহীন বৃক্ষ
শত দুঃখ সুখের মাঝে আমায় পাশে রেখো।
দক্ষিণা হাওয়া হব আমি জানালা খুলে দিও
দূরে সরে গেলে কাছে টেনে নিয়ো।।
তোমায় আমি কেন এতো ভালোবাসি
শত কষ্ট পাই তবু আমি ফিরে আসি।
যেওনা ছেড়ে আমায় রেখো এ হাতটি ধরে
কত ভালোবাসি দেখনা পেছন ফিরে।।
হৃদয়ের রঙ দিয়ে দেব তোমায় রাঙিয়ে
ভুলে যেওনা রেখো জড়িয়ে।
মনের জানালা খুলে দেখ আছি দাড়িয়ে
ভাল লাগার খন টুকু দাওনা ফিরিয়ে।।