Shobi Tomar Jonno (Lyrics)

ভালবাসাটুকু তোমায় দিলাম কষ্ট নিয়ে আমি
চাঁদের আলো তোমায় দিলাম জোছনা হয়ে আমি।
কালো মেঘ হয়ে ঝরবো আমি যদি চাও বৃষ্টি
মুখটা তুমি নিয়না ফিরিয়ে অপলক দৃষ্টি।

কোরাসঃ
পৃথিবীটা থমকে যাক আজ সবই তোমার জন্য
কোলাহল থেকে অনেক দূরে স্নিগ্ধ অরণ্য
তোমার জন্য।।